খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
ডিএস ডিসিপ্লিনের ওবিই কারিকুলা নিয়ে কর্মশালা

শিক্ষাকোর্সের মধ্যে গবেষণাধর্মী বিষয় অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ খুবি উপাচার্য়ের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে।

ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখেই উচ্চশিক্ষার কারিকুলা প্রণয়ন এবং তা যথাযথভাবে অনুসরণ প্রয়োজন। একই সাথে কেবল ভালো কারিকুলা হলেই চলবে না; পাঠদানের পরিকল্পনা থাকতে হবে এবং তাও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাকোর্সের মধ্যে গবেষণাধর্মী বিষয় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। সেশনাল ট্যুর যেনো প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের হাতে কলমে জ্ঞান লাভের মাধ্যম হয় সেদিকেও নজর দিতে হবে। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার বিশেষজ্ঞ সদস্যদের ধন্যবাদ জানান। তাছাড়া ডিসিপ্লিনের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করায় তিনি তাদেরকেও ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। আরও বক্তব্য রাখেন বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান ও প্রফেসর ড. মো. আবু ইউসুফ, কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মো. মুস্তফা সরোয়ার।

ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ডিসিপ্লিনের শিক্ষক সহযোগী অধ্যাপক নুজহাত ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক বায়েজিদ খান। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!