গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিএমবি বিভাগের শিক্ষক ড. আসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মা কে বেয়াদব সহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ, সার্টিফিকেট নিতে দিবে না বলে হুমকি দেওয়া, নিয়মিত অপমানকরাসহ বিভিন্ন মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার নিজ বিভাগের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী শিক্ষক কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রিমন হোসাইন ইমন। তিনি বিএমবি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত ১০ ডিসেম্বর এবং আজ ১১ ডিসেম্বর দুইটি আলাদা অভিযোগপত্রে তিনি এ অভিযোগ জানান।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট শিক্ষক তাকে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য করেন এবং পরীক্ষার প্রস্তুতির সময় নানা বাধা সৃষ্টি করেন। এর ফলে তার মানসিক চাপ বেড়েছে এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী দাবী করেন, এমন আচরণ তার জন্য অপমানজনক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ভুক্তভোগী উপাচার্য বরাবর লিখিত আবেদনে জানান, “শিক্ষকের এই আচরণে আমার পড়াশোনা এবং দৈনন্দিন জীবন বিপর্যস্ত। আমি অনতিবিলম্বে এই শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চাই।” আবেদনপত্রে তিনি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন ঘটনার উল্লেখ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আসলাম বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ওই শিক্ষার্থী নকলবাজ। আমি ওর সাথে খারাপ ব্যবহার করি নি যেমনটা বলা হচ্ছে।
এ সময় গালির অডিও রেকর্ড আছে জানানো হলে তিনি বলেন, “আমাকে বারবার অনৈতিক প্রস্তাব দিয়েছে। ক্লাস না করেও পরীক্ষা দিতে চেয়েছে। এসব কারণে বারবার আসায় আমি হয়তো উত্তেজিত ছিলাম। ”
তবে বাবা মা তুলে গালির বিষয়ে তিনি বারবার প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেন।
খুলনা গেজেট/এএজে