ঢাকার সাভারে ছাত্র কর্তৃক শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে শিক্ষকদের অপমান ও নির্যাতনের প্রতিবাদে মোংলার সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার ২ জুলাই সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্তিত ছিলেন।
টিএ ফারুক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আবু সাঈদের নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মোংলা আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ রুহুল আমিন।
মানববন্ধনে বক্তারা সাভার এবং নড়াইলে শিক্ষকদের উপর হামলাকারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং অনতিবিলম্বে শিক্ষক সুরক্ষা আইনের দাবি করেন।
মানববন্ধনে মোংলা সরকারি কলেজের প্রফেসার রেজাউল ইসলাম মিন্টু, মহিলা কলেজের প্রফেসার মোল্লা ফরিদুল ইসলাম, জয়মনি স্কুলের প্রধান শিক্ষক, মোঃ জালাল আহম্মেদ ,ও চিলা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল আহম্মেদ সহ বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা সরকারি কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহণ করেন।
খুলনা গেজেট/ এস আই