খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

শাহরুখ খানকে টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক

বক্স অফিস এখনও মাতিয়ে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ ছবিটি একদিকে যেমন গড়ছে একের পর এক রেকর্ড, তেমনি ভেঙে দিচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’ এর রেকর্ড। অর্থাৎ দেশি বক্স অফিসে শাহরুখের ‘জওয়ান’ ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে আছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’।

ভারতীয় গণমাধ্যমের খবর, বক্স অফিসে শাহরুখ খানের বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ‘জওয়ান’-কে ছাড়িয়ে গেছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ মুক্তির প্রথম দিনেই আয় করে ৬০ কোটি রুপি এবং সব মিলিয়ে ছবিটি আয় করে ৮০০ কোটিরও বেশি।

এদিকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ শুধু ভারতের বক্স অফিস থেকে কালেকশন করে ৫৮৩ কোটি রুপি। সেই জায়গায় দাঁড়িয়ে ‘স্ত্রী টু’ আয় করে ফেলেছে ৫৮৩.৩০ কোটি রুপি। এর মধ্য দিয়ে ডোমেস্টিক বক্স অফিসে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে ‘স্ত্রী টু’।

এদিকে ‘জওয়ান’ ভারতে সমস্ত ভাষায় ৬৪০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে । শুধুমাত্র হিন্দি ভাষায় এই ছবির আয় ছিল ৫৮২ রুপি। একই সময়ে অর্থাৎ ৩৩ দিনে ‘স্ত্রী টু’ ছবিটির ভারতে মোট আয় গিয়ে দাঁড়ায় ৬৬৫ কোটি ৭৫ লাখ রুপিতে।

এছাড়াও ডোমেস্টিক কালেকশনের দিক থেকে তৃতীয় অবস্থা রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এটি সংগ্রহ করেছে ৫৫৬ কোটি রুপি। এরপর রয়েছে শাহরুখের আরও এক ছবি ‘পাঠান’। ছবিটি সংগ্রহ করেছে ৫৪৩ কোটি রুপি। এছাড়াও ‘বাহুবলী টু’ আছে তালিকায় ৬ নম্বরে। ছবিটির বক্স অফিস থেকে সংগ্রহ করে প্রায় ৫১১ কোটি রুপি।

খুুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!