খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

শাহরুখের ‘পাঠান’ নিয়ে ক্ষেপেছে উলেমা বোর্ড

বিনোদন ডেস্ক

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের অভিনীত পাঠান সিনেমাটি ২০২৩ সালের জানুয়ারিতে আসতে চলেছে বড়পর্দায়। সম্প্রতি এই সিনেমার একটি গান রিলিজ করেছে নির্মাতারা। যেটি নিয়ে সমালোচনায় মুখর সবাই।

অশ্লীলতার অভিযোগে ইতোমধ্যে সিনেমাটি বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের হিন্দুত্ববাদী সংগঠন। এবার মধ্যপ্রদেশে পাঠান মুক্তির বিরোধিতা করেছে মধ্যপ্রদেশের মুসলিমদের সংগঠন দ্য উলেমা বোর্ড ।

ওই রাজ্যে কোনোভাবেই ‘পাঠান’ মুক্তি দেওয়া যাবে না বলে সরব হয়েছে মুসলিম সংগঠনটি। ভারতের আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসসহ অনেক সংবাদমাধ্যম ঘটনাটি প্রকাশ করেছে।

প্রায় চারবছর পর বিগ বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ। ‘বেশরম রঙ’ গানটি রিলিজের পর সেটি নেটজগতে দারুণ সাড়া পেয়েছে। অনেকেই শাহরুখ খানের বডি ট্রান্সফরমেশনের প্রশংসা করেছেন। এমন বোল্ড লুকে আগে কখনও দেখা যায়নি কিং খানকে।

শুধু কিং খানের বোল্ড লুকই নয়, নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের সেক্সি লুক। বেশরম রং গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়েও হয়েছে কড়া সমালোচনা। মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র দীপিকার গেরুয়া বিকিনি দেখে চটেছেন । একই সঙ্গে এই সিনেমার অশ্লীল দৃশ্য সিনেমা থেকে বাদ না দিলে মধ্যপ্রদেশে মুক্তি দেয়া যাবেনা বলেও জানিয়েছেন এই নেতা।

উলেমা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আনাস আলি জানিয়েছেন, ‘সিনেমাটি মুসলিম ধর্মকে আঘাত করেছে। কোনোভাবেই এই ছবিকে মুক্তির অনুমতি দিতে পারব না। শুধু মধ্যপ্রদেশই নয়, গোটা দেশেই এই ছবি মুক্তির বিরুদ্ধে। পাঠানদের মুসলিম সম্প্রদায়ের প্রতিটি মানুষ অত্যন্ত সম্মান করেন।

তিনি আরও বলেন, ‘ মুক্তি দিতে হলে নাম বদলানো বাধ্যতামূলক। সেই সঙ্গে বাকি যা শর্ত দেওয়া হয়েছে সেগুলোও মানতে হবে। তাহলে শর্তসাপেক্ষে মুক্তি সম্ভব। যদি নির্দেশ না মানা হয় তাহলে আইনি পথে হাঁটব।’

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!