জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছাড়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলে নেতাকর্মীরা মিছিল করে শাহবাগ থেকে চলে যান। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বক্তব্য দেন। তারা ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
এছাড়া সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের অন্য দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
খুলনা গেজেট/এএজে