খেলার দিন মাঠে প্রকাশ্যে ধূমপান করার জন্য আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদের কপালে শাস্তির খড়গ নেমে আসতে পারে।
কারণ শুক্রবার এ আফগান ক্রিকেটার শেরে বাংলা স্টেডিয়ামে যা করেছেন, সেটা শুধু দৃষ্টিকটু, অশোভন এবং বর্তমান ক্রিকেট সংস্কৃতি বিরোধী কাজই নয়। এটি শৃঙ্খলা ভঙ্গের মত অপরাধও।
যা কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি আইনের ১ ধারায় পড়েছে। যে অপরাথের ন্যুনতম শাস্তি হলো হুঁশিয়ারি। আর সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।
তবে বিসিবি শেষ পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ নেয়নি। মাঠে প্রকাশ্যে ধূমপানের জন্য মিনিষ্টার ঢাকার আফগান ব্যাটার মেহাম্মদ শাহজাদকে তিরষ্কার করা হয়েছে এবং কঠোর হুঁশিয়ারি দিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট