খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

শার্শা সীমান্তে এক বছরে ১৮ কোটি টাকার ভারতীয় মালামালসহ অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ২০১

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে এক বছরে ২০১ জনকে আটক করা হয়েছে। আর, এসময় তাদের কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকার ভারতীয় মালামালসহ অস্ত্র, গুলি, স্বর্ণ ও মাদক উদ্ধার করা হয়েছে।

বেনাপোল বিজিবি কোম্পানী সদরে এক সংবাদ সম্মেলনে গত ১ বছরের সাফল্যের কথা জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি)।

তার দেয়া তথ্য মতে, যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে গত ১ বছরে প্রায় ১৮ কোটি টাকার ভারতীয় মালামালসহ ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগজিন, ৫৮টি গুলি, ২৫.৪১ কেজি স্বর্ণেরবার, ২০ হাজার ৮২৭ বোতল ফেন্সিডিল, ৫৪৭ কেজি গাজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭ টি ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোট ২০১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সর্বশেষ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ও শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) বলেন, সমস্ত মালামাল গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সীমান্তের কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করতো। তারই মূল্য হিসেবে স্বর্ণ ও হুন্ডির চালান পাচারের মাধ্যমে পরিশোধ হতো । এমন সংবাদের ভিত্তিতে এ ধরণের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারকারীদের চিহ্নিত করে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন সংবাদ ভিত্তিতে শার্শার শালকোনা ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে শালকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯), শফিকুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২২) ও আশরাফুল ইসলামের সবুজ হোসেন (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ আটক করেন। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য ৮৪ হাজার টাকা বলেও তিনি জানান।

এসময় সীমান্তের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি সম্রাট রাঘব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে চিনলে ও আটক না করার বিষয়ে জানতে তিনি বলেন, রাঘব বোয়াল চোরাকারবারিরা সাধারণত তারা নিজেরা মাদক, স্বর্ণ ও হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানী পণ্য নিজেরা বহন না করায় তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়না। যে কারণে বার বার তাদের চোরাচালানী সামগ্রী আটক হলেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় না বলে জানান তিনি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!