যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের হাতেম আলী সরদার হত্যা মামলায় প্রতিবেশী দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস।
অভিযুক্ত আসামিরা হলেন, লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের দুই ছেলে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার।
আদালত ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দুপুরে হাতেম আলী সরদারের বড় ভাই জহুর সরদারের সাথে প্রতিবেশী বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদারের বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর বিকেল ৩টার দিকে সৃষ্ট বিরোধের বিষয়ে আলোচনার কথা বলে আসামিরা হাতেম আলী সরদারকে রাস্তায় ডেকে নিয়ে যায়। সেখানে আলোচনার এক পর্যায়ে আসামিদের সাথে তার আবারও কথা কাটাকাটি হয়। এ সময় আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে হাতেম আলী সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা হাতেম আলীকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ও পরে ঢাকায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা খাতুন শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে শার্শা থানা পুলিশ ও পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
খুলনা গেজেট/ এস আই