যশোরের শার্শা উপজেলায় ইউপি নির্বাচনে ভরাডুবি হলো নৌকার। ১০টি ইউনিয়নের নির্বাচনে ৫টিতে নৌকা জিতেছে। বাকি ৫টিতে জয় পেয়েছে বিদ্রোহীরা। এর আগে ৩ টি ইউনিয়নে বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হচ্ছেন, বাগআচড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক। পুটখালি ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফ্ফার, গোগা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান তবি।
কায়বা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন। উলাশী ইউনিয়নের নৌকার প্রার্থী রফিকুল ইসলাম। শার্শা ইউনিয়নের নৌকার প্রার্থী কবির উদ্দিন তোতা। বাহাদুরপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: মফিজুর রহমান। নিজামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ও ডিহি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে জাল ভোট দেবার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই