যশোরের শার্শা উপজেলার গোগা গ্রাম থেকে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করেছে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ। বুধবার (০৮ আগষ্ট) ভোরে গোগা গ্রামের বাগান পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়াখেলার তাস, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো ইবাদুল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩২) তার ভাই ইব্রাহীম (৩৫), জিন্নাত আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), ছবুর মোড়লের ছেলে ফজের আলী (৪৫),শের আলীর ছেলে শাহাজান আলী (৪৫)।এরা প্রত্যেকে শার্শা উপজেলার গোগা গ্রামের বাসিন্দা।অপর দুজন কালিয়ানি গ্রামের জয়নালের ছেলে ওলিয়ার রহমান (৪৫)ও কামাল হোসেনের ছেলে ছেলে সোহাগ হোসেন (৪০)।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোগা বাগান পাড়া এলাকায় মোটা অংকের জুয়া খেলা হচ্ছে। এমন একটি সংবাদ পেয়ে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ি একটি টহল সেখানে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম