খুলনা, বাংলাদেশ | ১৩ আষাঢ়, ১৪৩১ | ২৭ জুন, ২০২৪

Breaking News

  বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ নিহত ২

শার্শায় পাট বোঝাই ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের শার্শায় পাট বোঝাই ট্রাক চাপায় আল আমিন (২৪) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আল আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আল আমিন অটোভ্যান চালিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জামতলা মবিল ফ্যাক্টরি সামনে পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আল আমিন নিহত হয়।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!