জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণ করে পৃথিবীতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন বাংলাদেশি সৈন্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। এতে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।
উল্লেখ্য, ১৯৭০ সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। ১৯৮৮ সালে প্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে বাংলাদেশ। এর একটি হলো ইরাক (UNIIMOG) এবং নামিবিয়া (UNTAG)।
খুলনা গেজেট/এআইএন