দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সুজন মহানগর কমিটির সহ-সভাপতি এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, ব্লাস্ট খুলনার সমন্বয়কারী এড. অশোক কুমার সাহা, একুশের আলো খুলনার সভাপতি নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, নারী অধিকার সুরক্ষা ফোরামের সমন্বয়কারী এড. তছলিমা খাতুন ছন্দা, আইআরভি’র নির্বাহী পরিচালক মেরিনা যুথি, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, এড. এটিএম মনিরুজ্জামান, আফজাল হোসেন রাজু, তাহেরুল আলম চৌধুরি, খন্দকার খলিলুর রহমান, মাহবুবুল হক, আসিফ ইকবাল, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, জাহানারা আক্তারী, সুপ্রিয়া মন্ডল, কানন মল্লিক, মমতা বিশ্বাস, বিথি কনিকা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ এখনও নিশ্চিত করতে পারেনি সরকার। এ নিয়ে চলছে নানামুখী কাঁদা ছাড়াছুড়ি। যা দেশকে করছে অস্থিতিশীল। অবিলম্বে সবাইকে একমঞ্চে বসিয়ে শান্তিপূর্ন ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
খুলনা গেজেট/ বিএম শহিদুল