নড়াইল সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ৬১৬ জন ও নারী ভোটার ৯৫ হাজার ৬২৯ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন, মেম্বার পদে ৩৮২ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১৩১ জন অংশ নিয়েছেন।
নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ম্যাজিট্রেট, র্যাবের ৪ টি টহল টিম. ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও প্রতিকেন্দ্রে আনসার সদস্য দায়িত্ব পালন করছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট/ এস আই