খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

শান্তিপুর্নভাবে শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ায় খুলনা বিএনপির সন্তুষ্টি প্রকাশ

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীর ও জেলায় পূজা-অর্চনা, অঞ্জলি, দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে শান্তিপুর্নভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনায় ৯৯১টি পূজামণ্ডপের মধ্যে মহানগরে ১০১টি, বটিয়াঘাটা উপজেলায় ১১৩টি, ডুমুরিয়া উপজেলায় ২১৪টি, তেরখাদা উপজেলায় ১০৭টি, পাইকগাছা উপজেলায় ১৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এছাড়া দাকোপ উপজেলায় ৮৪টি, দিঘলিয়া উপজেলায় ৬৩টি, ফুলতলা উপজেলায় ৩৪টি, রূপসা উপজেলায় ৭৪টি ও কয়রা উপজেলায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

পুজার শুরু থেকে শেষ পর্যন্ত মন্ডপের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের পাশাপাশি বিএনপির কঠোর নজরদারিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করেছেন পুজারীরা। ধর্ম যার যার রাষ্ট্র সবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেয় স্লোগানকে সামনে রেখে তারই নির্দেশে দায়িত্বপালন করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা আরো বলেন, বিএনপি অতীতে সকল ধর্মে মানুষের পাশে ছিলো আগামীতেও থাকবে।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!