সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বর্ণবাদবিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা, শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার এক বিবৃতিতে টুটুর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
১৯৩১ সালের ৭ অক্টোবর সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন ডেসমন্ড টুটু। লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বের ওপর ডিগ্রি নিয়ে ১৯৬৬ সালে সাউথ আফ্রিকা ফিরে আসেন তিনি। দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত হন টুটু। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের কর্তৃত্বপরায়ণ শাসনে বীতশ্রদ্ধ হয়ে তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্ত হন। বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ নেলসন ম্যান্ডেলার সমসাময়িক টুটু।
সাউথ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গ সংখ্যালঘু নেতৃত্বাধীন কর্তৃত্বপরায়ণ সরকারের চাপিয়ে দেয়া বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৯৪৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সংগ্রাম চালিয়ে যান।
এ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পান টুটু। এর বাইরে তিনি সিডনি শান্তি পুরস্কার ও গান্ধী শান্তি পুরস্কারও পান।
দেশে-বিদেশে ব্যাপক আলোচিত ছিলেন বর্ণবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী টুটু। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
খুলনা গেজেট/এনএম