একটু সময়ের জন্য মনোযোগ হারিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেটারই মাশুল দিলেন উইকেট বিলিয়ে। উমেশ যাদবের বলে খোঁচা মেরে শান্ত ফিরলেন ৬৭ রান করে। তার বিদায়ে ভাঙে ১২৪ রানের রেকর্ড জুটি। এরপর জাকিরকে সঙ্গ দিতে এসে দ্রুতই ফিরলেন ইয়াসির। অক্ষরের বলে কিপারের ক্যাচ হয়ে ফেরার সময় ৫ রান করেন ইয়াসির।
৫০.১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩১। ৫৯ রানে আছেন জাকির ও ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
এর আগে ৫১৩ রানের বিশাল লক্ষ্য রেকর্ড ১২৪ রানের জুটি গড়েছেন শান্ত ও জাকির। চতুর্থ দিনের প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। আগের দিন অপরাজিত থেকে চতুর্থদিন শুরু করা শান্ত-জাকির আজ দুজনেই পেয়েছেন ফিফটি। ১০৮ বলে হাফ সেঞ্চুরি তুলেছেন শান্ত। ১০১ বলে ফিফটি তুলেন জাকির।
বাংলাদেশের আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান। দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে।
৫১৩ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে ভাঙতে হবে অনেক রেকর্ডও। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রান করেছে বাংলাদেশ। সেটিকেও এবার ছাড়িয়ে যেতে হবে টাইগারদের।
খুলনা গেজেট/ এসজেড