খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

শান্তকে বোলার মানতে নারাজ পাপন

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে নাজমুল হোসেন শান্তর মূল কাজ ব্যাট করা। তবে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল হাতেও দলের জয়ে অবদান রেখেছেন শান্ত। ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে শিকার করেছিলেন গুরুত্বপূর্ণ এক উইকেট। যদিও জাতীয় দলের হয়ে এর আগে কখনো উইকেট ছিল না বাঁহাতি এই ওপেনারের।

তবে আইরিশদের বিপক্ষে সুযোগ পেয়ে সেটা হেলায় না ভাসিয়ে কাজ লাগিয়েছেন শান্ত। এমন বোলিং করার পরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শান্তকে বোলার মানতে নারাজ। তবে বিসিবির শীর্ষ এই কর্তা মনে করেন ভবিষ্যতে হয়ত শান্ত অলরাউন্ডার হতে পারে।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘শান্ত বল করতে পারে শুনেছি। আমাকে বলেছে ও প্র্যাকটিস করে। আসলে ওকে বোলার হিসেবে কখনো দেখিনি। ঐ সময়টায় সে যে সাহস নিয়ে বল করেছে, এটার জন্য অবশ্যই বলতে হবে অসাধারণ করেছে। তবে এখনও শান্তকে বোলার হিসেবে ধরি না। হয়ত সামনে অলরাউন্ডার হবে।’

এছাড়া শেষ ম্যাচে একাদশে ছিলেন না সাকিব আল হাসান। যে কারণে পাপন জানালেন সাকিব না থাকায় একজন স্পিনার খেলানো উচিত ছিল, ‘ক্যাপ্টেন্সি নিয়ে এখন কথা বলা কঠিন। যে এখন ক্যাপ্টেন আছে তাকে নিয়ে কী বলব? ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি মনে করি যেহেতু সাকিব নেই আরও একজন স্পিনার খেলানো উচিৎ ছিল। আমাকে জিজ্ঞেস করলে বলতাম আরেকটা স্পিনার নেওয়া উচিৎ ছিল। আগের দুটো ম্যাচে ৩ স্পিনার আর এই ম্যাচে ১ স্পিনার, একটু খটকা লেগেছে। হয়ত কন্ডিশন দেখে সাজিয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!