খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

শাকিবের প্রিয়তমা দেবের ‘মনের মানুষ’!

বিনোদন ডেস্ক

টালিউডে আসছে দেব অভিনীত নতুন ছবি ‘খাদান’। ইতোমধ্যে ছবির দুটি গান প্রকাশ্যেও। কিন্তু সেখানে দেখা মেলেনি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পালের। যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্তরা। অথচ ‘খাদান’-এ দেব-ইধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সবাই।

এরই মধ্যে বুধবার ইধিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন দেব। ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। বোঝা গেল ‘খাদান’-এর পোস্টার দেখেই। সেখানে ইধিকার দেখা মিলল ‘পাশের বাড়ির মেয়ের’ লুকেই। সালোয়ার কামিজ, খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা।

লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে, তার আভাসও দিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। ক্যাপশনে লেখা- ‘মনের মানুষ, প্রাণের মানুষ, সুখ-দুঃখের সাথী, হাত ধরে সে চলার পথে, ভুলে কান্না হাসি।’

জানা গেছে, ভালো-খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা। কাছের মানুষের আগলে রাখে লতিকা, মুড়ে রাখে ভালোবাসায়। যে ভালোবাসতে জানে, কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে। হাসিমুখে সব পরিস্থিতির মোকাবেলা করতে পারে লতিকা।

হালে দেবের বিপরীতে ছোটপর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে। ইধিকাও তার ব্যতিক্রম নয়। বলে রাখা, টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা।

এদিকে ‘প্রিয়তমা’ ছবিতে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল। এবার দেব-ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে দর্শকেরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!