খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আট্টাকী যুব সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে আট্টাকী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত টাইমে কোন দল গোল করতে না পাড়ায় ট্রাইব্রেকারে গড়ায় খেলা। ট্রাইব্রেকারে আট্টাকী যুব সংঘ ৪-৩ গোলের ব্যবধানে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্র্রফিসহ ৪০হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে ট্রপিসহ ৩০হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, বিশিষ্ট শিল্পপতি সরদার মোহম্মদ আলী সুনু, শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারি ফিরোজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বাগেরেহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ম বারের মত শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এই টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহন করে। ধীর্ঘদিন পরে হলেও আট্টাকি ফুটবল মাঠে ফাইনাল খেলা দেখতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!