বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক প্রেসিডিয়াম মেম্বর, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
প্রধান অতিথির বক্তৃতায় সেখ জুয়েল এমপি বলেন, শহীদ ইকবাল বিথার ছিলেন একজন সাহসী ও কর্মীবান্ধব নেতা। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। ইকবাল বিথার দৃঢ়তার সাথে আওয়ামী লীগের জন্য কাজ করতেন। নির্ভীক এ নেতা মৃত্যুর ভয় না করেই দুঃসময়ের সকল প্রতিকূলতা মোকাবেলা করেছেন। তিনি নেতাকর্মীদের সার্বক্ষনিক খোজখবর রাখতেন। তিনি আরো বলেন, ২০০৮ সালের সিটি কর্পোরেশনের নির্বাচনে ৩১টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে তার জনপ্রিয়তার প্রমান করেছেন। তিনি সাহসিকতার সাথে নগরীর সকল অবৈধ স্থাপনা এবং খাল দখল উচ্ছেদে সিটি মেয়রকে সহযোগীতা করেছেন। আর সে কারণেই শত্রু পক্ষরা ক্ষিপ্ত হয়ে বিথারকে হত্যা করে। তিনি শহীদ ইকবাল বিথারসহ সকল হত্যা কান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ ইকবাল বিথারের সহধর্মিনী অধ্যা. রুনু ইকবাল বিথার।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, হালিমা ইসলাম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, শেখ শাহজালাল হোসেন সুজন, এম এ নাসিম, মীর বরকত আলী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, আইরিন চৌধুরী নিপা, মাহামুদুর রহমান রাজেস, এম এ হাসান সবুজ, রুম্মান আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের শহীদ ইকবাল বিথারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ. খ. ম জাকারিয়া ও হাফেজ আব্দুর রহীম খান।
এদিকে শহীদ ইকবাল বিথারের মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সোমবার সাতটায় দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগ নেতা মোঃ আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, মশিউর রহমান সুমন, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল কবির লিটন, কাঞ্চন সিকদার, হারুন উর রশিদ, লাবু আহমেদ, ছাত্রনেতা হিরন হাওলাদার, নিশাত ফেরদৌস অনি, জনি বসু, বিপ্লব ধর তত্ত্বি, শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।
স্মরণ সভা শেষে শহীদ ইকবাল বিথারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা স ম জাকারিয়া।
উল্লেখ্য, ২০০৯ সালের ১১ জুলাই রাতে মহানগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল বিথার। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন, ২৪নং ওয়ার্ড এর কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।
খুলনা গেজেট/ এস আই