খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপসা প্রেসক্লাবের উপদেষ্ঠা এড. সুজিত অধিকারী বলেছেন, ‘শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, দুই সূর্য্যসন্তানকে স্মরণ করতে প্রতিবছর রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে আসছেন। প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে শেখ হাসিনা’র সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের কোনো বিকল্প নেই।’
শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র ৫২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে (১২ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের মাঠ চত্ত্বরে রূপসা প্রেসক্লাব আয়োজিত দুই দিনব্যাপী আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক খাঁন আঃ জব্বার শিবলী ও সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ, জেলা আওয়ামীলীগের সদস্য অমিয় অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গফুর খান, রূপসা চিংড়ি বনিক সমতির সাধারণ সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা জয়দ্রথ বাছাড়।
এসময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আঃ কাদের, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায় ও তরিকুল ইসলাম ডালিম, খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, সদস্য হোসাইন আহমেদ, আল মাহমুদ প্রিন্স, বিএম শহিদুল ইসলাম, হামিদুল হক, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, আবু হারুন অর রশিদ, বেনজীর হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, আশিকুর রহমান বাবু, নাঈমুজ্জামান শরিফ, রেজাঊল ইসলাম তুরান, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, সাবেক ইউপি সদস্য মাহবুব-উল-আলম, যুবলীগ নেতা সুব্রত বাকচী, জেলা ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত খান, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ইন্দ্রজিত অধিকারী, মুরাদ শেখ, সাইফুল ইসলাম পলু, নীল মনি বিশ্বাস প্রমুখ ।
খুলনা গেজেট/কেডি