খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

ভেস্তে যেতে পারে শ্রীলঙ্কা সিরিজ : শর্তসহ প্রস্তাবে বিসিবির না

ক্রীড়া প্রতিবেদক

গত দুদিন ধরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আদৌ বাংলাদেশ দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে লঙ্কায় যাওয়া হবে কিনা তা নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) আলোচনা করতে বিসিবি কার্যালয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি কার্যালয়ে সিরিজ সম্পর্কিত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নাজমুল হাসান পাপন। সেখানে বিসিবি সভাপতি জানান, শ্রীলঙ্কা বোর্ড যেভাবে এই সিরিজ আয়োজন করতে চাইছে সেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। এরই মধ্যে বিসিবির এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে জানিয়েও দেয়া হয়েছে। এখন শ্রীলঙ্কার উত্তরের পালা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যদি তাদের শর্তে অনড় থাকে সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে টাইগারদের শ্রীলঙ্কা সফর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুবিত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা।

কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলতঃ বিসিবির সঙ্গে তারা বিরোধ বাধিয়ে রেখেছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন নিয়ে।

বৈঠক শেষে নাজমুল হাসান বলেন,‘যে টার্ম অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এই তথ্য ওদের জানিয়ে দিব।’

‘আমরা যা ভেবেছিলাম তা ধারের কাছেও নেই। আবার অন্যান্য দেশে যেগুলো চলছে সেগুলোর ধারের কাছেও নেই। অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইনের মধ্যে জিম, ট্রেনিং শুরু করতে পারে। ওদের প্রস্তাবে যেটা দেখলাম ১৪ দিন হোটেলের রুমের থেকেই বের হতে পারবে না। খাওয়ার জন্য বের হতে পারবে না।’

‘ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা ছেলে খেলা না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা যায় না।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা।

এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই আজ মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই জানিয়ে দিলেন, ‘শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নাকি বিসিবিকে আরও শর্ত দিয়েছে, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না। বিসিবি সভাপতি আরও বলেন, ‘শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে, সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত রিভিউ করে, তাহলে আমরা পরবর্তী বিবেচনা করবো। কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাবো না।’

খুলনা গেজেট/এএমআর

 

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!