দলীয় ১৩০ রানে যখন তাওহিদ হৃদয় বিদায় নেন তখন মনে হচ্ছিল বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচেই বড় সংগ্রহ পেতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু শেষ দিকে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৪৩ রানে বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি কুমিল্লা।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা। ইমরুল কায়েসের ৬৬ রান ও তাওহিদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রান করতে সক্ষম হয় তারা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই বিদায় নেন ১৬ বলে ১৩ রান করা অধিনায়ক লিটন দাস। এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল ও হৃদয় গড়েন ১০৭ রানের জুটি। দলীয় ১৩০ রানে হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে তাসকিনে শিকারে পরিণত হন হৃদয়। তার আগে হৃদয় ৪১ বলে ২ ছক্কা ও ১ চারে ৪৭ রান করেন।
বিস্তারিত আসছে..
খুলনা গেজেট/ এএজে