খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

শরনখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯জন জামিনের জন্য আদালতে হাজির হন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওসমান গনি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতসূত্রে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ফেরার পথে তাদের উপর হামলা করে আসামিরা। এঘটনায় গত ১৯ নভেম্বর আদালতে মামলা করেন শরণখোলার উত্তর সাউথখালী এলাকার আবু বক্কর সিদ্দিক নামের এক জামায়াত নেতা।

বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকার সমাবেশ থেকে ফেরার সময় রায়েন্দা মাছ বাজারে আমাদের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এঘটনায় আমিসহ ৮জন মারাত্মক আহত হই। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল আমাদের। তাদের প্রভাবে কোথাও অভিযোগ পর্যন্ত দিতে পারিনি। সরকার পতন হলে আদালতে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য শরনখোলা থানাকে নির্দেশ দেয়।

বাদী পক্ষের আইনজীবি আব্দুল ওয়াদুদ জানান, আসামিদের মধ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!