বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।শনিবার (১০অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলার উওর রাজাপুর গ্রামের ভোলার-পার এলাকার ইদ্রিস হাওলাদারের বাড়ির পুকুরে হাস ধরার জন্য তারা করলে সিপিপি টিম লিডার লুৎফর হাওলাদারের নেতৃত্বে সাঁপটি উদ্ধার করা হয়।
পরে অজগরটিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের পাশে বনের মধ্যে অবমুক্ত করা হয়।এসময় সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হকসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।
ধানসাগর ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয় সিপিপির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়।পরে আমরা উর্দ্ধোতন কর্মকর্তাদের উপস্থিতিতে বনের মধ্যে অবমুক্ত করেছি। আট ফুট লম্বা অজগরটির ওজন ৯ কেজি।
খুলনা গেজেট/এনএম