বাগেরহাটর শরণখোলায় গাছের নীচে চাপা পড়ে জাফর হাওলাদার (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্য-কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাফর একই গ্রামের আঃ কাদেরের ছেলে। তিন মাস আগে কাতার থেকে ছুটি নিয়ে সে দেশে আসে।
কদমতলা গ্রামের ইউপি সদস্য মোঃ খায়রুল শরিফ জানান, জাফর মঙ্গলবার দুপুর শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায় দড়ি দিয়ে টান দিলে মুহুর্তেই তিনি গাছটির নীচে চাপা পড়েন। সাথে সাথে তাকে শরণখোলা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাফর হাওলাদারের এক ছেলে ও মেয়ে রয়েছে। তিনি কাতার থেকে ৬ মাসের ছুটি নিয়ে এসেছিলেন। ছুটির মধ্যেও তিনি এলাকায় শ্রমিকের কাজ করছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের কোন অভিযাগ নেই।
খুলনা গেজেট/এসজেড