বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে মোতালেব হোসেন (৭০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাংলাবাজার খাল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া মোতালেব হোসেন শরণখোলা উপজেলার পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চরঘাটা জামে মসজিদে নামাজ পড়াতেন।
শরণখেলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে খবর দেয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবার ও স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও বলেন, তার ছোট স্ত্রী পিয়ারা বেগম এই মরদেহকে তার স্বামী মোতালেব হোসেন বলে শনাক্ত করেছেন। মোতালেব হোসেন গত সোমবার বরিশালের চরমোনাই-এ মাহফিলে গিয়েছিলেন। তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবারের সাথে কথা বলেছেন। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা দেখেছেন। এর পর থেকে তার সাথে পরিবারের আর কোন যোগাযোগ ছিল না। এটা হত্যা না মৃত্যু সে বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
খুলনা গেজেট/এনএম