শয়তান ধোঁকা দেয় কী যে করি তাই?
সর্বদা মালিকের দয়া আমি চাই।
শয়তান দুঃখ পায় দেখে ভালো কাজ
তাকে রুখে দিতে হবে এই পণ আজ।
ইমানের শক্তিতে তার সাথে লড়ো
সুন্দর পরিপাটি জীবনটা গড়ো।
শয়তান চায় সদা তার ফাঁদে পড়ি
ভুলে পথে চলে আমি অন্যায় করি।
ওগো রব দয়া করো চাই আমি মাফ
নফসের তাড়নায় করি কতো পাপ।
শয়তান যদি কারো হয়ে যায় সাথী
এ জীবনে জ্বলবে না শান্তির বাতি।
প্রকাশ্য দুশমন আমাদের জানা
শয়তান নামাজের মাঝে দেয় হানা।
সকলের সাবধান তাই হতে হবে
দুশমন শয়তান আছে এই ভবে।