খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

শপথ কেবল একটা ফরমালিটি : ইশরাক হোসেন

গেজেট ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি।’ শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জনতার মেয়র হিসেবে তার দায়িত্ব, আসন্ন কোরবানির ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা। তিনি ঢাকাবাসীকে আশ্বস্ত করেছেন, উত্তর সিটি করপোরেশনের মেয়র না আসা পর্যন্ত ওই এলাকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে তিনি সহযোগিতা করবেন।

ইশরাক তার ফেসবুক পোস্টে লিখেছেন, শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসাবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব। দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোন ভিত্তিক মনিটরিং টিম এর অনুমোদন দিব। বিকালের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবো। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।

গত ২৭ মার্চ দেওয়া এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ওই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) গত ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে। এরপর ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ না নেওয়ায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভে নামেন।

এদিকে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ গত ১৩ মে একটি রিট দায়ের করেন। তবে হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার দুপুরে সেই রিটটি সরাসরি খারিজ করে দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!