খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
মহাসমাবেশ শান্তিপূর্ণ করতে চায় বিএনপি

সমাবেশকে ঘিরে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে : ফখরুল

গেজেট ডেস্ক

আগামীকাল বিএনপি নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। আর আগামীকালের মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই।মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং সাজা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি’র প্রত্যেকটি কর্মসূচি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে অত্যন্ত সফলভাবে পালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শনিবার সমাবেশের জন্য ডিএমপি কমিশনার থেকে এখনো কোনো চিঠি পাইনি। আমরা আশা করবো, এই ব্যাপারে তারা আমাদের কোনো বাধা সৃষ্টি করবেন না। মহাসমাবেশের সকল ধরনের বাধা-বিপত্তি দূর করতে তারা সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, গতকাল নির্বাচন কমিশন নিজেই বলেছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। অথচ অবৈধ প্রধানমন্ত্রী ব্রাসেলসে বসে বক্তৃতা দিচ্ছেন, বলছেন- দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। অথচ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বর্তমান সরকারকে ভয়াবহ ফ্যাসিস্ট ও অবৈধ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনো এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমত ভোট দিতে পারবে না। তাই, এ সরকারকে পদত্যাগ করতেই হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!