কে বলে জীবনে পরাজয় আসে
দুঃখীরা শুধুই দুঃখে ভাসে!
এ কথা মিছে! সত্য নয়
একদিন সত্য হবে জীবনের জয়।
দুঃখ কষ্ট বেদনার গহ্বরে পড়ে
হৃদয়ের বিশ্বাস হয় নড়বড়ে!
হতাশার আগুনে পুঁড়ে হয় ছাঁই
আমি বলি নারে! আছে বরাভয়।
সত্যের কোনদিন জানি ক্ষয় নাই!
ধৈর্য্য সহিষ্ণুতা সহনশীলতা আর
শৃঙ্খলার মাঝে হবে জীবনের জয়
এই সত্য কোনদিন হবে না লয়।
ধৈর্য্য ধরে থাকতে হবে
শত সহস্র কাল,শত পক্ষ
হবে হবে জয়! নেই কোন ভয়!
হয় যদি তার সঠিক লক্ষ্য।
দেখবে একদিন হৃত জয় হবে উপভোগ্য
উদাহরণ কি দেবো বলো!
একাত্তরের সীমানায় ফিরে চল
ভাবো! কি করে স্বাধীনতা এলো।
মুক্তিযুদ্ধে বিজয় আসেনি একদিনে
সেই উনিশ শত আটচল্লিশ সাল থেকে
বাঙালি জাতি একে একে!
আত্মত্যগে স্মৃতি গেছে রেখে।
বায়ান্ন চুয়ান্ন আটান্ন ছেষট্টির কাল
উনসত্তর সত্তর ভয়াল একাত্তর সাল!
অনেক ত্যাগের বিনিময়ে দেখেছি
এসেছে সে কাঙ্খিত বিজয় কাল।
এই বিজয়ের জয়ধ্বনি হয়েছে!
হয়েছে বিজয়ের জয় জয়কার!
তাহলে কেন দ্বিধা দ্বন্দ্ব বলো
কেন মুখ গোমড়া করে রবো আর।
শত বাধা বিপত্তির গন্ডি পেরিয়ে
বন্ধুর পথের কন্টক কাঁটা মাড়িয়ে!
লক্ষ্য স্থির হউক পাকা
বিজয় যাবে না ঠেকিয়ে রাখা।
খুলনা গেজেট/এনএম