শতাধিক পণ্যের ওপর ভ্যাট বসানোয় সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেছেন, এতে বাড়বে মূল্যস্ফীতি। তাই ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী সরকারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
এখনো জুলাই ঘোষণাপত্র জারির সময় নির্ধারণ না হওয়ায় ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ আশা করছি। ১৯৭২- এর সংবিধানের প্রতি কিছু কিছু রাজনৈতিক দলের অতিভক্তি দেখা যাচ্ছে।
আখতার হোসেন বলেন, শতাধিক পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে এমন কিছু করবেন না যাতে মানুষ সরকারের ওপর আস্থা ন হারায়।
প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, যেসব রাজনৈতিক দল তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন চান, তারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান করছেন।
খুলনা গেজেট/এএজে