টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে সবোর্চ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ভারতের সাবেক এই ব্যাটারকে এবার ছাড়িয়ে গেলেন জো রুট। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সবমিলিয়ে রান এখন ১ হাজার ৬৩০।
এই রেকর্ড গড়ার পথে রুট খেলেছেন মোট ৪৯ ইনিংস। শচীনের চেয়ে ১১ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন রুট। ৬০ ইনিংসে ১ হাজার ৬২৫ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন শচীন।
মোট রানে শচীনকে ছাড়িয়ে গেলেও সেঞ্চুরি সংখ্যায় এখনও পেছনে আছেন রুট। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, তবে শচীনের তিনটি। ব্যাটিং গড়ে অবশ্য শচীনের চেয়ে অনেক এগিয়ে রুট। এই ইংলিশ ব্যাটারের গড় ৪১.৭৯, আর শচীনের ৩৬.৯৩।
এই রেকর্ডের তালিকায় তিনে আছেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ১ হাজার ৬১১ রান করেছেন। কুকের ঠিক সমান রান সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। ১ হাজার ৫৮০ রান নিয়ে এই রেকর্ডের পাঁচে আছেন তিনি।
চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ইউনিস খান ও কেন উইলিয়ামসনের। দুজনের শতরান ৫টি করে। উইলিয়ামসনের সামনে সুযোগ আছে ভবিষ্যতে রেকর্ডটি শুধু একার করে নেওয়ার।
চারটি করে সেঞ্চুরি করেছেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং, রামনারেশ সারওয়ান ও গ্রায়েম স্মিথ।
খুলনা গেজেট/এনএম