শুক্রবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় বিএনপির র্যালি লোহাগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লক্ষ্মীপাশা চৌরাস্তায় এসে শেষ হয়। র্যালি শেষে কুন্দশী চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজি সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এদিকে সকাল নয়টার দিকে মিছিলে আসার পথে লোহাগড়া মধুমতি আর্মী ক্যাম্পের সামনে পৌছালে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের হামলায় মোঃ মুসা মোল্লা, সাইফুল ইসলাম ইমন,রুমেল কাজী, আকিদুল ইসলাম দুলু, মোঃ রুবেল মিয়া, মোঃ ওহিদুজ্জামান ওহিদ, মোঃ হিরক মন্ডল, শাহীন আহম্মেদ, ইয়ানুর মোল্ল্যা, মাহফুজুল রহমান, লায়ন, জিহাদসহ বিএনপির ১০-১৫ জন নেতা কর্মী মারাত্মক আহত হয়েছে।
আহতদের ঢাকা,ফরিদপুরসহ আসে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হামলাকারীরা উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ও উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটু’র মদিনা পাড়ার বাসাবাড়ি ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনা গেজেট/ টিএ