নড়াইলের লোহাগড়ায় দিনে-দুপুরে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুুর্বৃত্তরা। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাওন হোসেন (২৬) উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত. শওকত হোসেনের ছেলে। তিনি বরিশালে রেঞ্জে কর্মরত। তিনি গত ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি-ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সাওনের সাথে থাকা অন্যান্যদেরও পিটিয়ে নীলা-ফোলা জখম করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম