গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদী সংলগ্ন চর কালনা গ্রামে প্রস্তাবিত ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বুধবার (১২ মার্চ) সকালে চর-কালনা এলাকাবাসীর উদ্যোগে চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিছিল শুরু হয়। মিছিল থেকে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি মধুমতী সেতু এলাকা প্রদক্ষিণ করে। ঢাকা – বেনাপোল মহাসড়কের উপর ঘন্টা ব্যাপি বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। মানববন্ধন চলাকালে ঢাকা-বেনাপোল মহাসড়কের দুপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মো: হেমায়েত হোসেন, শিক্ষক মো: মফিজুর রহমান, সুমন রহমান, মো: ওলিয়ার রহমান, মোল্যা রুহুল আমীন, ইদ্রিস আলীসহ প্রমূখ।
লিখিত বক্তব্যে মো: হেমায়েত হোসেন বলেন, ‘গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর পশ্চিম পাড়ে তিন ফসলী জমিতে প্রস্তবিত ডিসি ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, যা জনস্বার্থের পরিপন্থী। প্রায় দু’শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে দেওয়া হবে না। এ জন্য এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
খুলনা গেজেট/ টিএ