রেশনিং ব্যবস্থা চালু করো, ময়ুর নদী সংস্কার করো, পাটকল শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করো এবং বিদ্যুতের লোড শেডিং ও অনিয়মের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন ) বিকেল সাড়ে ৫টায় পিকচার প্যালেস মোড় হতে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য এইচ এম শাহাদাৎ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলার সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, সিপিবি সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি হুমায়ুন কবির, দৌলতপুর থানা সভাপতি হরমুজ আলী, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, শাহিনা আক্তার, ফজলুল হক, মহেন্দ্র নাথ সেন, নীরজ রায়, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কামরুল ইসলাম খোকন, নুরুল ইসলাম, জাকির হোসেন, এড. খান আজরফ হোসেন মামুন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সদস্য সচিব মাহবুবুর রহমান খোকন, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, এস এম চন্দন, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাখাওয়াৎ হোসেন বিপ্লব, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ভবেশ রায়, মিঠুন ম-ল, প্লাবন পাল বাধন, চিরঞ্জীৎ রায়, ছাত্রনেতা সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন-মান উন্নয়নে সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাটকল শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ, ময়ুর নদী সংস্কার ও রাস্তাঘাট উন্নয়ন এবং অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং ও অনিয়ম দূর করতে হবে।
খুলনা গেজেট/এমএম