খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

চলমান লোকসভা নির্বাচনে ভোট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারে স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৭ টার কিছু পরে ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই সেখানে উপস্থিতি ছিলেন। তিনিই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই নেতার আশে পাশে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে তারাও দলীয় স্লোগান ধরেন।

ভোট দিতে যাওয়ার পথে বিজেপির এক সমর্থক মোদির একটি পোর্ট্রেট তার সামনে হাজির করে অটোগ্রাফ চাইলে তার সেই চাওয়া পূরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পোর্ট্রেটে নিজের অটোগ্রাফ দেন তিনি।

ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কেমন হবে, কারা নিয়ন্ত্রণ করবে এই দেশ— তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। তাই আসুন, ভোট দিন। এখনও চার ধাপ ভোট বাকি আছে।’

যেসব সংবাদকর্মী এই ভোটদান কভার করেছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শও দিয়েচেন তিনি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর আসন থেকে দাঁড়িয়েছেন। তিনিও আজই ভোট দেবেন বলে জানা গেছে।

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের তৃতীয় পর্যায় শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই দিন দেশটির ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে।

সূত্র : এনডিটিভি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!