লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ঘরের মাঠে প্রথম খেলতে নেমে বড় হারের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও জেমি ভার্ডির হ্যাটট্রিকে অসাধারণ এক জয় নিয়ে ফিরেছে লেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় রোববার বিকেলে হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-২ গোলে জেতে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা।
২০০৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল খেল সিটি। সেবার আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল তারা। আর পেপ গুয়ার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে ৬৮৬ ম্যাচে এই প্রথম পাঁচ গোল হজম করলেন।
তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার। ৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে সিটি।
দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জেতা লিডস ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে ৪ পয়েন্ট নিয়ে সাতে আছে টটেনহ্যাম হটস্পার।
খুলনা গেজেট/এএমআর