খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

লেপ-তোষক তৈরিতে ব্যস্ত তেরখাদার কারিগররা

তেরখাদা প্রতিনিধি

দরজায় কড়া নাড়ছে শীত। তাই ঠান্ডা নিবারণে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মানুষেরা। খুলনার তেরখাদা উপজেলায় লেপ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক তৈরির কারিগররা।

দোকানগুলোতে দেখা যায়, মালিক-শ্রমিক লেপ-তোষক সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। আর শীতের শুরুতেই ক্রেতারা দোকানে পছন্দমতো লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে রেখেছেন। প্রতিটি ৪-৫ হাত লেপ ১৩০০ থেকে ১৪০০ টাকা, তোষক ১২০০ থেকে ১৫০০ এবং জাজিম ৩ হাজার থেকে ৪ হাজার পর্যন্ত খুচরা বিক্রি করা হয় বলে জানান দোকানিরা।

তারা আরও বলেন, বর্তমানে প্রতি কেজি কালো ব্লেজার তুলার দাম ৩৫-৪০ টাকা, কালারিং তুলা ৪০-৫০ টাকা, শিমুল তুলা ৩০০-৪০০ টাকা, সাদা তুলা ১০০ থেকে ১২০ টাকা ও কাপাশ তুলা ২০০-২৫০ টাকা করে বিক্রি হয়।উপজেলার জয়সেনা বাজারের চান্দিনায় লেপ-তোষক তৈরি করতে আসা অনেকেই বলেন, ঠান্ডা আসছে, তাই পুরাতন লেপের কাপড় বদলিয়ে নিচ্ছি।

উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজারে লেপ-তোষক তৈরির বেশ কয়েকজন কারিগর জানান, শীত শুরু হতে না হতেই কর্মব্যস্ততা বেড়ে গেছে। তারা ৪-৫ হাতের একটি লেপ তৈরির শ্রমিকেরা মজুরি পান ২৫০ টাকা, ৫-৬ হাত লেপের মুজুরি ৩৫০ টাকা, তোষকের মজুরি দেয় ২৫০-৩০০ টাকা। সারাদিনে ৬-৭টি লেপ তৈরি করতে পারি। লেপ তোষক তৈরি করে যে মজুরি পান তা দিয়ে ছেলে মেয়ে পড়াশোনাসহ সংসারের অন্যান্য খরচ চালান। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান কারিগরেরা।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হতদরিদ্র মানুষের গায়েই সবার আগে কামড় বসায় শীত। তাই আগে ভাগে তারা শীতবস্ত্র কিনতে চলে এসেছেন। উপজেলা সদরের তিনটি বাজারসহ বিভিন্ন বাজারে লেপ-তোষক সেলাইয়ের কাজ চলছে দিনভর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!