খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু

‘লেখা-লেখির চর্চা অনেক বেশী হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, লেখালেখির চর্চা অনেক বেশী হওয়া উচিত। বিশেষত: রাজনীতিক বা সমাজের বিশিষ্ট জনদের অভিজ্ঞতাও লিপিবদ্ধ হওয়া উচিত। পেশাদার লেখক হয়তো সবাই হবেন না, তাই বলে সমাজের নানা স্থানে যাঁরা ভূমিকা রাখছেন, তাঁদের অভিজ্ঞতা ও সমাজ-জীবন সম্পর্কে তাদের ভাবনা লিপিবদ্ধ হওয়া উচিত। এ প্রেক্ষাপটেই তিনি তাঁর নিজের উপলব্ধি-অভিজ্ঞতা ও সমাজ-ভাবনা নিয়ে গ্রন্থ রচনা করবেন বলে উল্লেখ করেন।

অ্যডভোকেট বিপ্লব কান্তি ম-লের প্রথম প্রবন্ধ গ্রন্থ, ’বিচিত চিন্তা সমগ্র’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু মান্যবর অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন লেখক অ্যাডভোকেট বিপ্লব কান্তি ম-ল, নাট্যকার-গীতিকার মোকলেসুর রহমান বাবলু, মেহেরুন্নিছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন শম্পা, অ্যাডভোকেট সাব্বির আহমদ ছোট্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক-সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

বিচিত চিন্তা সমগ্র-এ বিশটি প্রবন্ধ সংকলিত হয়েছে। সম-সমায়িক নানা বিষয়ই এসব লেখায় ঠাঁই পেয়েছে। আছে আঞ্চলিক ইতিহাস, ভাষার ইতিহাস, অনার্য সভ্যতা, শিক্ষক সম্পর্কে অনুভূতি প্রভৃতি। প্রাবন্ধিক বিপ্লব কান্তি ম-ল বলেন, শৈশবে বাড়ির লাইব্রেরির বই পড়েই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, পরে রাজনৈতিক জীবনের প্রয়োজনে পড়াশোনা এবং শেষে আইনজীবী হিসেবে পেশাগত পড়াশোনা; করোনাকালের অবসরে নিজস্ব ভাবনাই লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। যা গ্রন্থাকারে প্রকাশিত হ’ল। এক্ষেত্রে তাঁর কণ্যা বৃষ্টি-ঝরা বিপ্লবের ভূমিকা অনবদ্য।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!