গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে ভিজতে লেকপাড়ে যায় ওই দুই শিক্ষার্থী।
উক্ত দুই শিক্ষার্থী পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঋতু ও হিয়া। পানিতে ডুবে যাওয়ার ১০ মিনিট পর তাদের খুঁজে পাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. কাজী ইসমাইল হোসেন দুই শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ বিএম শহিদুল