খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

লি‌বিয়া থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি

গে‌জেট ডেস্ক

লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলা‌দে‌শি নাগ‌রিক বৃহস্পতিবার (৩ মার্চ) দেশে ফিরছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ১১৪ বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

লি‌বিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি‌দের মধ্য থে‌কে ১১৪ জনকে আইওএমর সহায়তায় দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের এক‌টি ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বুধবার (২ মার্চ) বিকালে রওনা ক‌রে‌ছে। ফ্লাইট‌টি বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে বিদায় জানান।

এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!