ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ঘরের মাঠে ব্লুজদের বিপক্ষে জয় পায়নি জার্গেন ক্লপের শিষ্যরা। উল্টো হেরে গেছে ১-০ ব্যবধানে।
চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা। ২৭ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে সপ্তম স্থানে। ৬৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে শীর্ষে।
টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে লিভারপুলের মুখোমুখি হয়েছিল চেলসি। টিমো ওয়ার্নারের গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ম্যাসন মাউন্ট গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় পাল্টা আক্রমণে এন’গোলো কান্তের বাড়িয়ে দেওয়া বল থেকে পেনাল্টি বক্সের মধ্য থেকে গোল করেন মাউন্ট।
বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি অলরেডরা। তাতে ঘরের মাঠে টানা পঞ্চম হার নিয়েই মাঠ ছাড়তে হয় সালাহ-ফিরমিনোদের।
খুলনা গেজেট/কেএম