হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারের খেলা শেষে সফরকারী দলের সংগ্রহ বিনা উইকেটে ৫১ রান।
দুই টাইগার ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল দেখেশুনে শুরু করেন। হারারে স্পোর্টস ক্লাব উইকেটের বাউন্সে অভ্যস্ত হতে কিছুটা সময় নেন তারা। উদ্বোধনী উইকেটে হাফ সেঞ্চুরি জুটি গড়ে ফেলেছেন দুই ব্যাটার।
জিম্বাবুয়ের দুই সিমার রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি লাইন ও লেংথ ধরে রেখে বল করেন ও লিটন ও তামিমকে বেশ কয়েকবার পরাস্ত করেন। তবে দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পাচ্ছেন।
আক্রমণাত্মক না খেলেও তামিম ৫টি বাউন্ডারি ও লিটন ১টি বাউন্ডারি বের করে নিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। ২০১৩ সালের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারেনি টাইগাররা। এই ম্যাচে একাদশে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিম।