হারারেতে চলছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টসে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মধ্য পড়ে বাংলাদেশ। দলের বিপর্যয়ের মধ্যেও সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস। প্রতিরোধ গড়ে সাজঘরে ফিরলেন লিটনও। এনগারাভার শর্ট বলটাকে পুল করে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লিটন। ব্যাটে বলে তো হলোই না, উল্টো টপএজ হয়ে তা জমা পড়ল ওয়েলিংটন মাসাকাদজার হাতে। লিটন ফিরলেন ১০২ রানে। পর পর ফিরলেন মিরাজ ও আফিফ হোসেন। এরপর রান আউট হয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে।
স্লগ ওভারে আছে রানের তাড়া। আগের বলেই ছক্কা মেরেছিলেন মেহেদি হাসান মিরাজ। দ্রুত রান তোলার তাড়ায় লুক জংউইর পরের বলেও ব্যাট চালালেন, আর ধরা পড়লেন এক্সট্রা কভারে। এর পরের বলে ইমপ্রুভাইজড শট খেলতে গিয়ে আফিফও খোয়ালেন নিজের উইকেট। পরের বল ওয়াইড। এর পরে দ্রুত দুটো রান নিতে গিয়ে দ্বিতীয় রানের সময় উইকেট গেল তাসকিনের। ব্যক্তিগত ৭ রানে অপরাজিত ছিলেন সাইফুদ্দিন। আর শূন্যরানে অপরাজিত ছিলেন শরিফুল।
নিজের শুণ্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। আর ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির বলে কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাকিব ক্যাচ দিয়েছেন রায়ান বার্লের হাতে। দলীয় ৩২ রানেই বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়। ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ মিঠুনও। তিনি ১৯ বলে ১৯ রান করে টেন্ডাই চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।
ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেনও। তিনি করতে পেরেছেন মাত্র ৫ রান। দলীয় ৭৪ রানে তিনি এনগারাভার বলে উইকেটের পেছনে চাকাভার হাতে আউট হয়েছেন।
৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ওপেনার লিটন দেখছিলেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। তবে পঞ্চম উইকেটে তার সঙ্গে ক্রিজে জমে গেলেন মাহমুদউল্লাহ। জুটিতে যোগ হলো ৫০ রান, এ ম্যাচে বাংলাদেশের প্রথম। জুটিতে নাম ভূমিকায় আছেন একাদশে ফেরা লিটন, সঙ্গ দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ওপেনার ৮ ম্যাচ পর আবারও পেয়েছেন অর্ধশতকের দেখা। লিটনের সঙ্গে মাহমুদুল্লার জুটিটা জমে গিয়েছিল। দুজনের কল্যাণে বাংলাদেশ আশা দেখছিল বড় সংগ্রহের। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ে তা কঠিনই হয়ে পড়ল। লুক জংউইর শর্ট বলে পুল করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, টাইমিংয়ের হেরফেরে হলো তা টপ এজ, ক্যাচ গিয়ে জমা পড়ল রেজিস চাকাভার হাতে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেও সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফিরেছেন তামিম ইকবাল। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন তিনি। ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ আউট হয়েছেন ৭ বলে শূন্য রান করা তামিম। তিনে নেমে চার মেরে রানের খাতা খুলেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হারলেন তামিম ইকবাল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। ফলে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।
ব্যক্তিগত কারণে মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেয়ায় একাদশে সুযোগ পাওয়ার আশা সঞ্চার হয়েছিল নুরুল হাসান সোহানের মাঝে। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
প্রস্তুতি ম্যাচে বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে নেই বাঁহাতি এই পেসার। ধারণা করা হচ্ছে ৩-৪ বিশ্রাম নিলেই সেরে ওঠবেন মুস্তাফিজ।
এদিকে প্রায় চার মাস পর ক্রিকেটে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতের একাদশে সুযোগ পাননি সিকান্দার রাজা। চার পেসার নিয়ে খেলছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টাডিওয়ানাশে মারুমানি, উসলে ম্যাডভেরে, ডিয়ন মায়ার্স, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টিমাইসেন মারুমা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, রিচার্ড এগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।