খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থী মঞ্জুর করা মামলার শুনানি আজ

লিটনদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন শন টেইট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে বিগত কদিন ধরেই আলোচনায় আছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম। কদিন আগেই বিপিএলে কাজ করার সুবাদে বাংলাদেশের পেসারদের বেশ ভালোই চেনেন সাবেক এই গতিতারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরেও তাই ভালোভাবেই রাখা হচ্ছে টেইটকে।

তবে জাতীয় দলে যুক্ত হচ্ছেন কি না টেইট, তা জানার আগেই বাংলাদেশের আরও এক ক্রিকেটার গুরু হিসেবে পাচ্ছেন টেইটকে। বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ টেইটকে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে করাচি কিংস। যে দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশি তারকার সঙ্গে শন টেইটের দেখা হচ্ছে সেখানেই।

ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে দেওয়া এক বার্তায় শন টেইটকে কোচিং প্যানেলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস।

শন টেইট অবশ্য করাচি কিংসে কাজ করবেন রবি বোপারার ডেপুটি হিসেবে। সঙ্গে সামাল দেবেন পেস বোলিং বিভাগ। স্বাভাবিকভাবেই লিটনের সঙ্গে টেইটের বোঝাপড়ার জায়গা কিছুটা কমই থাকছে। অবশ্য নেট সেশনগুলোতে টেইট কীভাবে শিষ্যদের শেখাচ্ছেন, সেটা উপলব্ধির জায়গা থাকছে লিটন দাসের জন্য।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শন টেইট। ব্রেট লি’র ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলার সময়ে দলে বিকল্প হিসেবে বেশ কার্যকরী ছিলেন টেইট। ন্যাথান ব্র্যাকেন এবং গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ছিলেন পেস বোলিংয়ের মূল ভরসার জায়গা। যদিও ইনজুরির সঙ্গে সখ্যতার কারণে ক্যারিয়ার খুব বেশি লম্বা করা হয়নি তার।

২০২১ সাল থেকে পুরোদমে কোচিং পেশায় চলে আসেন টেইট। এর আগে ইতোমধ্যে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!