পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) প্লে অফে খেলতে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার নিজের প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে খেলবেন তিনি। শনিবার রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচি জাতীয় স্টেডিয়ামে। এলিমেনটরে ম্যাচে হেরে গেলেই বিদায় নিতে হবে দুই দলের যেকোনো একটিকে। ১০ ম্যাচ খেলে ৫ জয় ও হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে অফ খেলা নিশ্চিত করে লাহোর। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় ও ৫হারে ৯ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছায় পেশোয়ার। এই দুই দলের মুখোমুখি লড়াইটা তাই বেশ রোমাঞ্চ ছড়ানোর কথা। এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিশ্চিত নয়।
মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামে লাহোর কালান্দার্স। ওই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ৩৮ বলে তামিম খেলেন ৩৭ রানের ইনিংস। এই ধীর ইনিংসের কারণে সমালোচনা কুড়িয়েছেন এই ওপেনার। যদিও লাহোরের হয়ে অধিনায়ক সোহেল আক্তারের সঙ্গে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে তামিমকে। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজদের সঙ্গে তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিও দলটির ভরসা হবেন। অন্যদিকে বেশ অভিজ্ঞ দল পেশোয়ার। দেশি কামরান আকমল, ইমাম উল হক, শোয়েব মালিকদের পাশাপাশি আছেন ফাফ ডু প্লেসিসের মতো তারকা বিদেশি ক্রিকেটার।
লাহোর কালান্দার্নেসর সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সোহেল আক্তার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ডেনে ভিলাস (উইকেটরক্ষক), সামিত প্যাটেল, মোহাম্মদ ফাইজান, উসমান সিনওয়ারি, সালমান ইরশাদ, শাহীন আফ্রিদি এবং মায়াজ খান/হারিস রউফ।
পেশোয়ার জালমির সম্ভাব্য একাদশ : ইমাম উল হক, কামরান আকমল (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, হায়দার আলি, সোয়াইব মাকসুদ, কার্লোস ব্র্যাথওয়েট, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, হার্দোস ভিলজেন, ইয়াসির শাহ।